Top
সর্বশেষ

বাংলাবান্ধা চেকপোস্টে দুই বছর পর টুরিস্ট ভিসায় মানুষ পারাপারের অনুমতি মিলেছে

০৮ এপ্রিল, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
বাংলাবান্ধা চেকপোস্টে দুই বছর পর টুরিস্ট ভিসায় মানুষ পারাপারের অনুমতি মিলেছে
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট (ভ্রমণ) ভিসায় ভারত-বাংলাদেশে মানুষ পারাপারের অনুমতি মিলেছে। নতুন ভিসা এবং বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ থাকলে এ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় এ স্থলবন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় মানুষ পারাপার বন্ধ ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের নতুন ভিসায় বৃহস্পতিবার ও শুক্রবার ভারত-বাংলাদেশে যাতায়াতের একজন পর্যটকও যাতায়াত করেননি। নতুন ভিসা না পাওয়ায় পর্যটকরা যেতে পারছেন না বলে মনে করছেন ইমিগ্রেশন চেকপোস্ট। তবে বিজনেস ও মেডিক্যাল ভিসায় উভয় দেশেই লোকজন যাতায়াত করেছেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বৈশি^ক করোনা মহামারি সংকটে ২০২০ সালের ৩০ মার্চ বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় পারাপার বন্ধ করে দেয় সরকার। তবে শর্ত সাপেক্ষে ভারত ও নেপালের শিক্ষার্থীরা যাতায়াত করেছেন। ২০২১ সালের ২৬ এপ্রিল থেকে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে একেবারেই মানুষ পারাপার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উভয় দেশের সিদ্ধান্তের প্রেক্ষিতে ব্যবসায়ী ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা যাতায়াত করেছেন। বর্তমানে ২০২২ সালের নতুন ভিসায় যাদের বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ থাকবে এমন পর্যটকরা এই রুট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এই সিদ্ধান্ত জানা গেছে। নতুন ভিসা ও রুট পারমিট প্রাপ্ত কোন পর্যটক গত দুদিনে একজন পর্যটকও পারাপার হয়নি।

বাংলাদেশ ও ভারতে ট্যুরিষ্ট ভিসায় যাতায়াতের অনুমতি মিলেছে জানিয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, দুদেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে উভয় দেশে ট্যুরিষ্ট ভিসায় মানুষ পারাপারের অনুমতি মিলেছে। নতুন ভিসা ও বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট উল্লেখ সাপেক্ষে বৈধ পাসপোর্টধারীরা এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করতে পারবেন।

 

শেয়ার