Top
সর্বশেষ

১১ শিক্ষার্থীকে বহিষ্কারে জবি প্রশাসনের বক্তব্য খুবই অস্পষ্ট : আনু মুহাম্মদ

০৮ এপ্রিল, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ
১১ শিক্ষার্থীকে বহিষ্কারে জবি প্রশাসনের বক্তব্য খুবই অস্পষ্ট : আনু মুহাম্মদ
জবি প্রতিনিধি :

পুরান ঢাকার ধূপখোলায় গত ২৪ মার্চ(বৃহস্পতিবার) একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কোতোয়ালী জোন পুলিশ। এরপর সরকারবিরোধী অপতৎপরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কারণে ১১ শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

গনমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এ বিষয়ে ফেসবুক পেজে এক পোস্টে এক প্রতিক্রিয়ায় জানান বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ শিক্ষার্থীকে যে অভিযোগে গ্রেপ্তার ও পরবর্তীতে ১১শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে সেটিকে অপরাধ বলাও একধরনের অপরাধ।

তিনি আরো বলেন, পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বক্তব্য দেখলাম- ‘সার্বভৌমত্ব’ ক্ষতিগ্রস্ত করা, দেশের ‘অনিষ্ট’ করা, সরকার বিরোধী বক্তব্য প্রচার ইত্যাদি অভিযোগে তারা কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা এখন কারাগারে। প্রশাসনের বক্তব্য খুবই অস্পষ্ট। এই নিরস্ত্র শিক্ষার্থীদের এতো শক্তি যে তারা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করছে?

ড. আনু মুহাম্মদ বলেন, সরকারবিরোধী বক্তব্য প্রচার তো কোনো অপরাধ হতে পারে না। বরং একে অপরাধ বলা, তার জন্য তাদের শাস্তি দেওয়াই তো অপরাধ।

তিনি আরো বলেন, শিক্ষা খরচ জোগাড় করতে না পেরে আরেকজন (কুয়েট) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করলো। শরিয়তপুরের এক স্কুলের ছাত্রী শিক্ষা অব্যাহত রাখার খরচ জোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল। একে একে এসব ঘটনাই দেখতে হচ্ছে আমাদের। সরকারের তো বটেই শিক্ষক পরিচালিত এসব প্রতিষ্ঠানের প্রশাসনের দায় নাই? অবশ্যই আছে।

শেয়ার