Top
সর্বশেষ

কুমিল্লায় স্কাউট দিবস উদযাপন

০৮ এপ্রিল, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
কুমিল্লায় স্কাউট দিবস উদযাপন
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় জাতীয় স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) লালমাই উপজেলার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে ”প্রত্যেক আমরা পরের তরে” এই শ্লোগনে স্কাউট পতাকা উত্তোলন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট এর জাতীয় কমিশনার গবেষণা ও মূল্যায়ন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্ন সচিব, মো. রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ -কমিশনার উন্নয়ন ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কমিশনারও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, সম্পাদক আবদুল আউয়াল ভূইয়া এলটি, ট্রেজারার মো. কুদরুত উল্লাহ্, কুমিল্লা আঞ্চলিক পরিচালক আসিফুল হক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী ককর্মকর্তা শুভাশিস ঘোষ,বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, জেলা রোভার সম্পাদক মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমনসহ বিভিন্ন পর্যায়েয় স্কাউটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার