সেলিম রেজা, মেহেরপুর :
দীর্ঘ ৮ বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে শনিবার (৯ এপ্রিল) । দুপুর ২ টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল কে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে।
শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বিশাল প্যান্ডেল তৈরি করার পাশাপাশি মফিজুর রহমান মুক্ত মন্চকে সাজানো হয়েছে নব সাজে। শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান এর সামনে সুসজ্জিত তোরণ এবং বর্ণিল পতাকা দিয়ে সাজানো হয়েছে। সাথে সাথে সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছবি দিয়ে সাজানো হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে আসছেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে। বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সভাপতি হিসেবে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।