পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই উপজেলা প্রেস ক্লাব’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলাস্থ পার্ক ইন রেস্তোরাঁয় সংগঠনের উপদেষ্টা উপকমিটির আহবায়ক সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ এর সভাপতিত্বে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌর মেয়র এম. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পবিত্র মাহে রমজানে মিরসরাই উপজেলা প্রেস ক্লাব যে ইফতার মাহফিলের আয়োজন করেছে এটি মীরসরাইয়ের কর্মরত সাংবাদিক প্রশাসন এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা সৌজন্যতার অনন্য দৃষ্টান্ত। প্রেস ক্লাব দল এবং ব্যাক্তি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে মীরসরাইয়ের উন্নয়ন তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানের সুন্দর আয়োজনের জন্য প্রেস ক্লাব সদস্যদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ. কে. এম. জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক সৈয়দ মো. আলতাফ হোসেন, মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, মীরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জামশেদ আলম, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বাবু স্বপন চৌধুরী, ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার, ১৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ৯নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা, সাধারণ সম্পাদক মো. জাফর উদ্দিন। আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী সুজন, শহীদুন্নবী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশ সিনিয়র সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, সহ-সভাপতি রাজু কুমার দে, সহ-সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, সহ- সাধারণ সম্পাদক বাবলু দে, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক দিদারুল আলম, সদস্য জাবেদ হোসেন, আবদুল মান্নান রানা, সানোয়ারুল ইসলাম রনি, কামরুল হাসান, হামিদুর রহমান তুষার।
এছাড়া সদস্য জুয়েল নাগ, কমল পাটোয়ারী, এমদাদুল হক ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি-সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারে পূর্ব মুহুর্তে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মেজবাহ উল ইসলাম। ইফতার পরবর্তী চা চক্রের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।