Top
সর্বশেষ

আশুলিয়া থেকে ট্রাক চাঁদাবাজ গ্রেপ্তার

০৯ এপ্রিল, ২০২২ ১:১০ অপরাহ্ণ
আশুলিয়া থেকে ট্রাক চাঁদাবাজ গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি :

সাভারের আশুলিয়া থেকে ট্রাক চাঁদাবাজ  কাজল নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক কাজল (৪৮) ঢাকা জেলা আশুলিায়া থানা ভাদাইল পশ্চিম পাড়ার হাশেম কলোনি এলাকার মো. সুরুজ আলীর ছেলে।
(৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

পুলিশ জানায়, আশুলিয়ার ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকায় আন্তজেলা ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করে একটি চক্র-  এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পরে চাঁদা নেওয়ার সময় ঘটনাস্থল থেকে কাজল নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তবে  কাজলের অন্য সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসআই আসওয়াদুর রহমান বলেন, ট্রাকে চাঁদাবাজির ঘটনায় আটক কাজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত চাঁদাবাজদেরও আটকে অভিযান চলছে। পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঢাকা জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা অনুযায়ী তাঁদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় সড়কে পরিবহন চাঁদাবাজরা না এসে অনেকটাই গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।

শেয়ার