Top

শিমুল তুলা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

০৯ এপ্রিল, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
শিমুল তুলা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শিমুল তুলা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটে শনিবার সকালে উপজেলার চর পুবাইল গ্রামে।

স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত কোশন আলীর ছেলে রহুল আমিন (৫৫) শনিবার সকালে বাড়ির পাশেই শিমুল গাছের তুলা পারতে গাছে উঠে। কিন্তু ওই গাছের পাশেই ছিলো বিদ্যুতের একটি এস টি লাইন। এসময় রুহুল আমিন তুলা পারতে গিয়ে ওই তারে জড়িয়ে পরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। এঅবস্থায় রুহুল আমিন তারে জড়িয়ে গাছের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার