Top
সর্বশেষ

বেড়েছে ডাবের দাম নারকেল নিয়ে শঙ্কা

০৯ এপ্রিল, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
বেড়েছে ডাবের দাম নারকেল নিয়ে শঙ্কা
রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ডাবের দাম স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। গত দুমাস আগেও প্রতি পিস ডাবের দাম যেখানে ছিলো ২০-২২ টাকা সেখানে স্থানীয় বায়ররা সেই ডাব এখন সংগ্রহ করছেন পিস প্রতি ৩৮-৪০ টাকা দরে। আগের তুলনায় দ্বিগুণ দামে সংগ্রহ করা ডাব স্থানীয় বায়ারদের থেকে পিস প্রতি ৫-৭ টাকা লাভে ক্রয় করছেন দেশের বিভিন্ন রাজধানীসহ নগর-মহানগরের আড়ৎদাররা।

তবে স্থানীয় বাজার থেকে ক্রয়কৃত ডাব ঢাকাসহ দেশের মহানগর গুলোয় বিক্রি হয় তার দ্বিগুন দামে। অর্থাৎ রায়পুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রয় করা ডাব রাজধানী শহরে বিক্রি হয় প্রতি পিস ১০০ টাকা দরে।

স্থানীয় এক খুচরা বায়ার জানান, আমরা দিনের অর্ধ বেলা (যোহর) পর্যন্ত ডাব সংগ্রহ করি। ডাবের দাম আগের তুলনায় দ্বিগুণ হওয়ায় এখানকার বিক্রেতারা ডাব বিক্রয়ে আগের তুলনায় অনেক বেশি আগ্রহী।

তবে ডাবের দাম বেড়ে যাওয়ায় অতি বিক্রির ফলে আসছে শীতে নারকেলের বাজারও গরম থাকবে বলে আশা প্রকাশ করেন কয়েকজন কৃষক। দাম বাড়ায় অনেক কৃষক গাছেই বিক্রি করে দিচ্ছেন ডাব।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ডাবের দাম আগের তুলনায় দ্বিগুণ হওয়ায় ডাব বিক্রি করে দিচ্ছেন তারা।

ডাব বিক্রির কারণ অনুসন্ধানে জানা যায়, যেখানে একটি ডাব উৎপাদনে সময় লাগে মাত্র দেড় থেকে দুই মাস। সেখানে একটি নারিকেল উৎপাদনে সময় লাগে কমপক্ষে ৪ মাস। আবার দামও কম। তাই নারকেলের দাম কম পাওয়ার আশঙ্কায় ডাব বিক্রিতে ঝুঁকছেন রায়পুরের কৃষকরা।

মূলত গরমকালে সারা দেশেই থাকে ডাবের চাহিদা। আর বিপুল এই চাহিদার কারণে বাজারে দামও ভালো পাওয়া যায়। ফলে বেশি দামে ডাব বিক্রয়ের সুযোগে গাছ শূন্য করে ফেলছেন রায়পুরের কৃষকরা। প্রতিদিন ট্রাক বোঝাই করে ডাব চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

ধারনা করা হচ্ছে, প্রতিদিন রায়পুর থেকে ৫০-৬০ হাজার পিস ডাব ট্রাক-পিকআপ যোগে ঢাকার যাত্রাবাড়ি,গুলিস্তানসহ বিভিন্ন স্থানে পাড়ি জমাচ্ছে।

এতে ব্যাপক প্রভাব পড়ছে নারিকেল সংশ্লিষ্ট শিল্পে। সবুজ ডাব পরিপক্ক নারিকেলে পরিণত হওয়ার পর সেই নারিকেল থেকে পাঁচ ধরনের পণ্য তৈরি হয়। ব্যবসায়ীরা জানান, গাছেই ডাব বিক্রি হয়ে যাওয়ার ফলে নারিকেলের উৎপাদন কমে গেছে। আশঙ্কা করা হচ্ছে, নারিকেলের এই সংকট প্রভাব ফেলবে নারিকেল তেল উৎপাদন শিল্পে। এর সঙ্গে ক্ষতির মুখে পড়তে পারে নারিকেলজাত পণ্য, যেমন- ছোবড়া শিল্প, মশার কয়েল ফ্যাক্টরি, কোকোডাস্ট এবং মালা শিল্প।

শেয়ার