Top
সর্বশেষ

মাদারীপুরে পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ইফতার বিতরণ

০৯ এপ্রিল, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
মাদারীপুরে পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ইফতার বিতরণ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় মাদারীপুর শহরের পাকদী এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির ফরাজীর সভাপতিত্বে এতে অন্য মধ্যে বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম. আরাফাত হাসান, পাশে আছি মাদারীপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক মো: বায়েজিদ হোসেন, সংগঠনের উপদেষ্ঠা আরিফুজ্জামান লিটন ফরাজী, ৭নং ওয়ার্ড আ. লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা।

সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমদাদুল হক মিলন, সাংবাদিক সাইফুল ইসলাম নয়নসহ অনেকেই।

আয়োজকরা জানান, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আজ আমরা অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি পিয়াজ, ৩ আলু, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, হাফ লিটার তেল, হাফ কেজি খেজুর, হাফ কেজি মুড়ি ও ১ কেজি চিড়া সহ মোট ১৬ কেজি ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্য।

শেয়ার