Top
সর্বশেষ

চবির শাটল ট্রেনে প্রশাসনের অভিযান

০৯ এপ্রিল, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
চবির শাটল ট্রেনে প্রশাসনের অভিযান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

ঝাউতলা, ক্যান্টনমেন্ট ও ষোলোশহর স্টেশনের পাশ ঘেঁষে গড়ে ওঠা বস্তি থেকে চলন্ত শাটলে টোকাইদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে প্রতিদিনই রক্তাক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে টানা পাথর নিক্ষেপের ঘটনায় ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। আর উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমও। এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে বগিতে বগিতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।

শনিবার (৯ এপ্রিল) ক্যাম্পাসে থেকে ছেড়ে যাওয়া সকাল ৯টা ২০ মিনিটের ট্রেনে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম ও এহসানুল কবির পলাশ। এসময় বহিরাগতদের ট্রেন থেকে নামিয়ে দেন তাঁরা।

অভিযান পরিচালনাকারী সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ‘নিরাপদ ট্রেন যাত্রা নিশ্চিত করতে আমরা অভিযান পরিচালনা করেছি। বহিরাগতদের ট্রেন উঠতে দেয়নি। যারা উঠেছে তাদের নামিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘চলন্ত শাটল ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েই চলেছে। প্রতিদিনই ঘটছে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা। এতে আমাদের ছাত্ররা রক্তাক্ত হচ্ছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে কয়েকদফা এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। আমাদের অভিযান চলমান থাকবে। এসময় বহিরাগত কাউকে শাটল ট্রেনে উঠতে দেখলে তাদের নামিয়ে দিতেও শিক্ষার্থীদের নির্দেশ দেন তিনি।’

এদিকে গতকাল রাতেও ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র আহত হয়েছে। এদিন বৃষ্টির মত ছোঁড়া পাথর নিক্ষেপের ঘটনা বগিজুড়ে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্মারকলিপি দেয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

ইকবাল হোসেন টিপু বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে ছাত্রলীগ। আমাদের ভাই-বোনরা প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি। প্রয়োজনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত

শেয়ার