Top

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস বরাদ্দ ছাত্রীদের নামে, ব্যবহার করেন কর্মকর্তারা

০৯ এপ্রিল, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস বরাদ্দ ছাত্রীদের নামে, ব্যবহার করেন কর্মকর্তারা
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীদের জন্য বরাদ্দকৃত দুটি বাস কর্মকর্তাদের দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর বদলে ছাত্রীদের জন্য ভাড়ায় চালিত বাস প্রদান করা হলেও এ বাসের হেলপার কর্তৃক ছাত্রী হেনস্থার অভিযোগ রয়েছে। ছাত্রীদের বরাদ্দকৃত বাস প্রদানের জন্য পরিবহন প্রশাসকের কাছে দাবি করলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে।

জানা গেছে, ২০১৯ সালে ছাত্রীদের জন্য ৫২ সিটের নতুন দুটি হিনো বাস (কুষ্টিয়া-স ১১-০০০৬ এবং কুষ্টিয়া-স ১১-০০০৭) বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাস দুটি উদ্বোধনের পর করোনার প্রকোপে ক্যাম্পাস বন্ধ হলে তা কর্মকর্তাদের প্রদান করা হয়। পরবর্তীতে পুনরায় ক্যাম্পাস চালু হলেও ছাত্রীদের বাস দুইটি ফিরিয়ে দেয়া হয়নি। বর্তমানে বাস দুটি কর্মকর্তারা ব্যবহার করছেন। তবে ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দুটি ভাড়ায় চালিত বাস প্রদান করা হয়।

এতে হেলপার কর্তৃক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ ছাত্রীদের। ফলে ভোগান্তি নিরসনে বরাদ্দকৃত বাস তাদের ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ছাত্রীরা।

ছাত্রীদের অভিযোগ, প্রশাসন মাত্র দুদিনের জন্য একটি বাস দিয়েছিল। কিন্তু করোনার পর থেকে আমাদেরকে ক্যাম্পাসের পুরাতন বা ভাড়া করা বাসগুলো দেওয়া হচ্ছে। বাসে চলাচলের সময় আমাদের কার্ড চাওয়া হয় ও নানা সময় বিব্রতকর অবস্থায় ফেলেন বাসচালক।

ফলিত পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের ছাত্রী সূচনা বলেন, আমরা ভাড়া করা বাসে চলাচল করতে চাইনা। দাবি একটাই আমাদের জন্য বরাদ্দকৃত বাস দ্রুত ফিরিয়ে দেওয়া হোক।

এ বিষয়ে সাবেক পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ওই সময়ের সিন্ডিকেট অনুযায়ী বাস দুটি কেনা হয়েছিল
ছাত্রীদের জন্য। বর্তমান বাস দুটিতে কারা ব্যবহার করেন তা আমি জানিনা। তবে বর্তমান পরিবহন প্রশাসন চাইলে সে নিয়ম পরিবর্তন করার এখতিয়ার রাখে।

এ বিষয়ে বর্তমান পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, গাড়ি যেখানে প্রয়োজন সেখানেই অগ্রাধিকার পাবে। শিক্ষার্থীদের জন্য
আমরা নতুন তিনটি গাড়ি খুব দ্রুত পরিবহন পুলে সংযুক্ত করব।

তারিখ: ০৯.০৪.২০২২ইং

শেয়ার