Top
সর্বশেষ

দুর্নীতির অভিযোগে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

১০ এপ্রিল, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
দুর্নীতির অভিযোগে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত
মো. শফি উল্লাহ, ফেনী :

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন ও শিক্ষক, কর্মচারীদের অনাস্থার মুখে অবশেষে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে। দীঁঘ দিন এক নাগারে আন্দোলনকারী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষার্থীরা রোববার বিক্ষোভ মিছিল করেন।

এসময় তারা শহরের ট্রাংক রোডে যান চলাচল বন্ধ করে দেন। এক পর্যায়ে বিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে বিদ্যালয়ে আসেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এসেই তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে সাথে নিয়ে আলাদা আলাদা করে আলোচনায় বসেন শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধি ও শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিদের নিয়ে। আলোচনা চলাকালে শিক্ষার্থীদের শ্লোগানে প্রকম্পিত ছিল স্কুলের পুরো ক্যাম্পাস।

এ সময় নিজাম উদ্দিন হাজারী এমপির পরামর্শক্রমে প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে একমাসের জন্য সাময়িতভাবে অব্যাহতি দেয় স্কুল কর্তৃপক্ষ। এই এক মাস বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোমিনুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

নিজাম উদ্দিন হাজারী এমপি জানান, প্রধান শিক্ষকের অনিয়ম তদন্তে গঠিত কমিটি এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদনের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, আর্থিক অনিয়ম, নারী কেলেঙ্কারী, শিক্ষার্থীদের কাছ থেকে কারণে অকারণে বিভিন্ন ফি আদায়, সহকারি বইসহ বিভিন্ন নোট বই সিলেবাসে রেখে তা ক্রয় করতে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবী ২৮ মার্চ থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

শেয়ার