Top

শ্রীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০ এপ্রিল, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
শ্রীপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মোঃ উজ্জল মিয়া, শ্রীপুর (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুরে বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

হামলার শিকার প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত শুক্রবার (৮ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে মো. জিল্লুর রহমান ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. মোস্তফা কামাল (৩৫) ও মো. মজনু মিয়া (৩৩)।

গলায় গামছা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে বলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ওই শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ফরহাদ। এসময় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকা।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার