Top

চাঁদার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে খুন হয় শরীফ, আরও দুই আসামি গ্রেপ্তার

১০ এপ্রিল, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
চাঁদার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে খুন হয় শরীফ, আরও দুই আসামি গ্রেপ্তার
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহে শরীফ চৌধুরী শান্ত হত্যা মামলায় আরও দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। শনিবার (৯ এপ্রিল) ভোর সোয়া ৫ টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা থানার পাগলা রেললাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর সানকিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে মোহন (২১) এবং একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মুনা (২৫)। রবিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই কার্যালয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সংবাদ সম্মেলনে জানান, নিহত শরীফ ও আসামীরা পরস্পরের বন্ধু। তারা নগরীর চরপাড়া এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান থেকে চাঁদা আদায় করত। নিহত শরীফ গত কিছুদিন ধরে নিজে আলাদা গ্রুপ তৈরী করে চাঁদা আদায় করে নিজের আধিপাত্য ধরে রাখে। কিন্তু প্রধান আসামী তপু গ্রুপ শরীফকে তার দল নিয়ে তাদের দলে যোগ দিতে বলে। এতে শরীফ রাজি না হওয়ায় আসামীরাও প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। এ ঘটনার জেরেই হত্যাকান্ডের শিকার হয় শরীফ।

পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামীদের সনাক্ত করা হয়। এই মিশনে পাঁচজন জড়িত ছিল। পরিকল্পনা মতে বুধবার (৬এপ্রিল) রাতে ১২ টার দিকে মন্ডল প্লাজা, চরপাড়া চৌধুরী ক্লিনিকের গলিতে ওৎপেতে বসে থাকেন দলের প্রধান রাকিবুল হাসান তপুসহ সঙ্গীরা।

এসময় শরীফ আসতেই তাকে উপর্যুপরি ১৮ বার বুকে পিঠে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে আসামী আরিফুজ্জামান আরিফের দেখানো মতে পরানগঞ্জ ভাটিপাড়া তার নিজ বাড়ির পিছন থেকে খড়ের গাদি ভিতর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দ্ চাকু আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর রাতে আরও ৩ আসামী নারায়নগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার কাশিগঞ্জ এলাকার নুর
মোহাম্মদের ছেলে প্রধান আসামী রাকিবুল হাসান তপু, নগরীর সানকিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শান্ত ইসলাম ও পরানগঞ্জ এলাকার কেরামত আলীর ছেলে আরিফুজ্জামান আরিফকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে শরিফের চরপাড়া বাসার সামনেই আসামীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা গুরুতর অবস্থায় শরিফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের বাবা শহীদুল আলম চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দয়ের করে। শরিফ গৌরীপুর উপজেলার টাঙ্গগুয়া গ্রামের শহীদুল আলম চৌধুরীর ছেলে।

শেয়ার