Top
সর্বশেষ

যশোরে ভাইপোর লাঠির আঘাতে চাচার মৃত্যু

১০ এপ্রিল, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
যশোরে ভাইপোর লাঠির আঘাতে চাচার মৃত্যু
এ.এফ.এম.আব্দুল কাইয়ুম, যশোর :

যশোরে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান (৬০) নাম এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার ভাইপো। নিহত আব্দুর রহমান সদর উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

রবিবার (১০ এপ্রিল) বিকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, জমিজমা নিয়ে আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে তার ভাইপোদের সাথে বিরোধ চলে আসছিলো।

ঘটনাকে কেন্দ্র করে আজ বিকেলে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায় ভাইপো বাবলু বাঁশের লাঠি দিয়ে চাচা আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এ সময় তিনি মারাত্মক আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, জায়গা জমি নিয়ে বিরোধে ভাইপোর হাতে আব্দুর রহমান(চাচা) নামে একজন খুন হয়েছে। অপর একজন আহত শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার