Top
সর্বশেষ

মেডিকেলে চান্স পাওয়া সবুজের পাশে মৌবন

১১ এপ্রিল, ২০২২ ২:২১ অপরাহ্ণ
মেডিকেলে চান্স পাওয়া সবুজের পাশে মৌবন

পরিবারে অভাবের কারণে মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় মধ্যে পড়েছিলেন সবুজ আহমেদ। তার পাশে দাঁড়িয়েছেন মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী। রোববার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে সবুজ ও তার বাবার সাথে সরাসরি কথা বলেছেন জনী। এসময় সবুজের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দিয়েছেন সাফিনা আঞ্জুম জনী। সবুজের পড়াশুনার দায়িত্ব নেয়ায় তার পরিবারে বইছে আনন্দের জোয়ার। 

সবুজ আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের নতুন চর স্কুলপাড়ার সবজি ব্রিক্রেতা আব্দুর রাজ্জাক সর্দারের ছেলে। তারা এক বোন, ছয় ভাই। ভাইবোনের মধ্যে সবুজ পঞ্চম। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় খুব আগ্রহী ছিলেন। পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এসএসসি ও এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছেন জিপিএ-৫। রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন সবুজ। লিখিত পরীক্ষায় ৭৪ নম্বর পেয়েছেন। সবমিলিয়ে তার মোট প্রাপ্ত নম্বর ২৭৪।

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে সবুজের মেডিকেলে ভর্তির অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি জানতে পেরে সাফিনা আঞ্জুম জনী সবুজের পরিবারের সাথে কথা বলেন এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সবুজ আহমেদ বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি কুষ্টিয়া মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু বাবা গবিব মানুষ। লেখাপড়া চালিয়ে নেয়ার সামর্থ্য নেই। হাটে সবজি বিক্রি করে সংসার চলে আমাদের। মেডিকেলে ভর্তি ও পড়ালেখা চালিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী আন্টি। তিনি অনেক ভালো মানুষ। আমার পাশে দাঁড়ানোর জন্য আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি। এখন মাথার উপর থেকে অনিশ্চয়তার টেনশন দূর হয়ে গেছে। আমার আর লেখাপড়ার টাকার সমস্যা থাকল না। আমি এখন সবার কাছে দোয়া চাই, যেন লেখাপড়া শেষ করে ভালো ডাক্তার হতে পারি। আর আমার পাশে দাঁড়ানোর জন্য জনী আন্টির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সবুজ আহমেদের বাবা আব্দুর রাজ্জাক সর্দার বলেন, আমি গরিব মানুষ। আমার ছয়টা ছেলে ও একটা মেয়ে। খুব দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে আমার ছেলে সবুজ এপর্যন্ত পৌঁছেছে। কখনো খাবার জুটেছে, কখনো জোটেনি। আমি শাক-সবজির ব্যবসা করি। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও সন্তানের পড়ালেখায় উৎসাহ দিয়েছি। আমি বহু কষ্ট করে তাকে পড়িয়েছি। নদী ভাঙনে আমাদের সব জমি নদীতে বিলীন হয়ে গেছে। শুধু বাড়ির জমিটা আছে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। কিন্তু তাকে ভর্তি করার মতো টাকা-পয়সা আমাদের নেই। কিভাবে ছেলেকে ভর্তি করাব? কীভাবে বই কিনে দিব? কীভাবে খরচ চালাব? আমি আসব নিয়ে চিন্তা করে কোনো কূলকিনারা পাচ্ছিলাম না। কিন্তু আজ সরাসরি মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী নামের মহান মনের মানবিক মানুষটি সাথে কথা হয়েছে। তিনি সবুজের পড়াশোনা ভালো মতো চালিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের জন্য তার দুয়ার খুলে রেখেছেন তিনি। বিপদের সময় তিনি পাশে থাকার জন্য আমরা খুব খুশি হয়েছি।

নারীদের উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে নারী বাতায়ন সংস্থাটি। যেটির উদ্যোগে রয়েছে মৌবন রেস্টুরেন্টে। মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী বলেন, মানুষের কাজই হচ্ছে বিপদেআপদে মানুষের পাশে থাকা এবং জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। আমি খবর পেয়েছিলাম, সবুজ মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছে না। খবরটি পাওয়ার পর আমি তার পরিবারের সাথে কথা বলেছি। আমি সার্বিকভাবে সহযোগিতা করবো সবুজকে। এটা আমাদের সেবামূলক কাজ। এছাড়া সবুজের মতো এমন যারা রয়েছে তাদের পাশেও আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার