Top
সর্বশেষ

চট্টগ্রামে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা

১১ এপ্রিল, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক ঘটনায় দু’জনের আত্মহত্যা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে পৃথক ঘটনায় দু’জন আত্মহত্যা করেছে। নগরীর বাকলিয়ায় গলায় গামছা প্যাঁচিয়ে যুবকের আত্মহত্যা অপরদিকে লোহাগাড়ায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা।

জানা যায়,চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গলায় গামছা প্যাঁচিয়ে মো. ফাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বাকলিয়া থানার বাস্তুহারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই এলাকার আবু তাহেরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মো. ফাহিম দিনমজুরের কাজ করতেন। পারিবারে আর্থিক অসচ্ছলতা থাকলেও কখনও ঝামেলা হয়নি। হঠাৎ করে কি কারণে এ আত্মহত্যা তা বুঝতে পারছেন না তারা।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, নিজ বাসায় গলায় গামছা প্যাঁচিয়ে ফাহিম আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, জেলার লোহাগাড়ায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। ‘সরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি। আর আমি সাকিবকে বিয়ে করবো। আর আজকে থেকে তোমরা মেনে নিতে পারবে না। তোমরা আমাকে এতবার বলার পরেও আমি ওকে ভালবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আজ তোমাদের আমি সব বলে দিলাম। তোমরা সবাই ভালো থেকো’ -এভাবেই নিজের প্রেমের সম্পর্কের কথা লিখে আত্মহত্যা করেছে চট্টগ্রামের লোহাগাড়ার রক্সি পারভিন জুবলি (১৭) নামে এক কিশোরী।

রোববার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। রক্সি লোহাগাড়ার পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের মেয়ে। সে উপজেলার আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যায় রকসি। সেহেরিতে ভাত খাওয়ার জন্য ডাকলেও সে আসেনি। অনেকক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ফেলে স্বজনরা। ভেতরে গিয়ে দেখা যায় ফ্যানের সাথে ঝুলছে রকসির মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এসময় আমরা একটি চিরকুটও পাই। প্রেম ঘটিত কারণে মা বাবার উপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। চিরকুটের ভাষ্য তাই বলছে। আমরা সকাল ১০টায় লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছিলাম। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার