Top

টাঙ্গাইলে খাবার পানির সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

১১ এপ্রিল, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
টাঙ্গাইলে খাবার পানির সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার সরবরাহকৃত পানির সংকট দেখা দিয়েছে। এর ফলে চরম ভোগান্তির মুখে পরেছেন পৌরসভার ১৮টি ওয়ার্ডের গ্রাহকরা। বিল বকেয়া না থাকা স্বত্তেও সরবরাহের পানি না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। চলমান পরিস্থিতির ফলে ইতোমধ্যেই দুই হাজার ষাটজন গ্রাহক পানির সংযোগ কর্তন করেছেন।

টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ কেন্দ্রের তথ্যে জানা যায়, মোট গ্রাহক সংখ্যা ৭ হাজার ৭০৩ জন। প্রতিটি সংযোগের ব্যাস অনুযায়ি বিল রয়েছে। এর মধ্যে হাফ ইঞ্চি ব্যাসের সংযোগ ফি ২৫০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের বিল ৬০০ টাকা আর এক ইঞ্চি ব্যাসের সংযোগ ফি ১ হাজার ৬০০ টাকা।

এর মধ্যে বিভিন্ন ব্যাসের কর্তনকৃত সংযোগের সংখ্যা ২ হাজার ৬০টি। শোধনাগার সংখ্যা ৩ টি। প্রতিটির মজুদ পানির পরিমাণ ৩০ লাখ লিটার। মোট মজুদ পানির পরিমাণ ৯০ লাখ লিটার। প্রতিদিনের পানির চাহিদা ২ কোটি ৫০ লাখ লিটার। সরবরাহ হচ্ছে গড়ে ৮০ লাখ লিটার। ঘাটতি পানির পরিমাণ ১ কোটি ৭০ লাখ লিটার।

কেন্দ্রের তথ্যে আরও জানা যায়, হাল সনের বেসরকারি পাওনা ১ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৬০ টাকা।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার