রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মরদেহ সৎকার করতে গিয়ে যতিশ বিকাশ চাকমা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১এপ্রিল) দুপুরে উপজেলা খেদারমারা ইউনিয়নের পাবলাখালী শশ্মাসে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার দুপুরে পাবলাখালী এলাকার শস্মানে দেবি চাকমা নামের এক ব্যক্তির সৎকার করার সময় হঠাৎ বজ্রপাত আঘাতে ঘটনাস্থলে যতিশ বিকাশ চাকমার মৃত্যু ঘটে।
খেদারামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন- বিষয়টি দু:খজনক। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।