Top
সর্বশেষ

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হারুন অর রশিদ

১১ এপ্রিল, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হারুন অর রশিদ
সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন হারুন অর রশিদ । সে জেলার আশুলিয়া থানায় কর্মরত। অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠ এস আই হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম-সেবা, পিপিএম।

সোমবার(১১ এপ্রিল) ঢাকা জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

এ বিষয়ে এস আই হারুনর রশীদ বলেন,এ গৌরব শুধু তার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।

তার এ অভূতপূর্ব সাফল্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

শেয়ার