Top
সর্বশেষ

এশিয়ার বৃহত্তম ঈদের জামাত এবার দিনাজপুরে

১২ এপ্রিল, ২০২২ ১০:৫২ পূর্বাহ্ণ
এশিয়ার বৃহত্তম ঈদের জামাত এবার দিনাজপুরে
সৈয়দ মুহাম্মদ আজম , দিনাজপুর  :
এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে। করোনা প্রকোপের কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার পরিস্থিতি অনুকূলে থাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত যাচ্ছে ঐতিহাসিক এ ময়দানে।
গোর-এ শহীদ ময়দানে একসাথে ১০ লাখ মানুষের নামায আদায়ের সক্ষমতা রয়েছে। ঈদের জামাতে এবার ৬ থেকে ৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হলেও নেওয়া হচ্ছে ১০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি।
বিষয়টি নিশ্চিত করেছেন বৃহত্তম এই ঈদগাহ্ ময়দানের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী, জাতীয় সংসদের হুইপ (দিনাজপুর-৩) ইকবালুর রহিম।
প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, এবারও এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হবে। দু-এক দিনের মধ্যেই আয়োজনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। এই মাঠে প্রতিবার প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষের সমাগম হয়। তবে এবার ১০ লাখ মানুষের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ, তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ মাঠ ৪ গুন বড়। এবারে ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।
ইতোমধ্যেই আধুনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ ঈদগাহ মিনারকে নতুন সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা হলেই রঙিন বাতিতে আলোকিত হচ্ছে বিশাল এই ময়দান। নজর কাড়ছে ছোট-বড় সব বয়সী মানুষের।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোড়-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ঈদগাহটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্যরীতিতে। মেহরাবের উচ্চতা ৫৫ ফুট। ৫২ গম্বুজবিশিষ্ট এই ঈদগাহে রয়েছে দুটি মিনার, যাদের প্রতিটির উচ্চতা ৬০ ফুট। মাঝের গেট দুটি ৪৭ ফুট করে চওড়া। এতে খিলান আছে ৩২টি। ঈদগাহ তৈরিতে রড, সিমেন্ট, বালু ছাড়াও সিরামিক টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতিটি গম্বুজে আছে বৈদ্যুতিক সংযোগ। সন্ধ্যার পর থেকেই মিনারে নান্দনিক আলো জ্বালানো হয়। ঈদগাহ মাঠের দু’ধারে করা হয়েছে ওজুর ব্যবস্থা। ইসলামী ভাবগাম্ভীর্যে সমৃদ্ধ ইরাকের মসজিদে নববি, কুয়েত, ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের স্থাপনার আদলে এর আকৃতি দেওয়া হয়েছে।  ঈদগাহ মিনারটি নির্মাণে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। ২০১৫ সালে এর নির্মাণ কাজ শুরু করা হয়।
২০১৭ সাল থেকেই প্রতিবারে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লীরা। তবে করোনার প্রকোপের ফলে গত দুই বছরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। করোনার প্রকোপ কমে যাওয়ায় এবারে ঈদের জামাতের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতি বছরের মত এবারও ঈদগাহ মাঠ জুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারী রাখার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশেপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তুতি রয়েছে। এখানে এবারে ১০ লাখ লোক যাতে করে একসাথে নামাজ আদায় করতে পারে সেই ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
২০১৭ সালে গোর-এ শহীদ ময়দানে প্রথম ঈদের জামাতে চার লাখ মুসল্লির সমাগম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আন্তরিকতা ও সহযোগিতা এবং হুইপ ইকবালুর রহিম এমপি’র প্রচেষ্টায় সু-দৃশ্য উঁচু মিনার স্থাপিত হয়। দৃষ্টি নন্দিত মাঠটি স্থান পেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঈদ শুভেচ্ছা কার্ডে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত চার ঈদের (দুই ঈদ করে) জামাত অনুষ্ঠিত হয়নি এই ময়দানে। ২০১৯ সালে ষষ্ঠ বারের মতো প্রায় চার লাখ মুসল্লিদের নিয়ে সুষ্ঠুভাবে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
শেয়ার