বাংলাদেশে জন্মগ্রহণ করেও নাগরিক স্বীকৃতি ছিলনা। জাতীয় পরিচয় পত্রে পেশা ছিল পতিতা এবং ঠিকানা ছিল পতিতাপল্লী। তাঁদের সন্তানের শিক্ষাজীবনে প্রবেশ করতে বিভিন্ন সমস্যায় পড়তে হত। তাদের শিক্ষা ক্ষেত্র ছিল বিভিন্ন ধরনের অসম্মানজনক কটুক্তিতে ভরা।
ফরিদপুরে ২২ যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্রে পেশা ‘পতিতা’র স্থলে ‘গৃহিণী’ লিখে সংশোধিত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার সংশোধিত এ জাতীয় পরিচয়পত্র পেয়ে তারা বেজায় খুশি এবং আত্মসম্মান ফিরে পেয়েছেন। এছাড়া ঠিকানা পতিতা পল্লি’র স্থলে ‘রথখোলা পল্লি’ লেখা হয়েছে। নির্বাচন কমিশনের সার্ভারে থাকা ‘পেশা‘ এবং ঠিকানা সংশোধন করে ২২ যৌন কর্মীর
হাতে সংশোধিত পরিচয়পত্র তুলে দেয়া হয়।
ফরিদপুরের শাপলা মহিলা সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা শিশু সুরক্ষা কমিটির চেষ্টায় ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করে নতুন পরিচয়পত্র পাওয়া কয়েকজন যৌনকর্মী জানায়, আজ আমাদের মানুষ বলে মনে হচ্ছে। খুবই আনন্দিত যে আমরা এখন এ দেশের নাগরিক। এ কাজে যারা সহযোগিতা করেছে আমি তাদের ধন্যবাদ জানাই।আমাদের জাতীয় পরিচয়পত্রে এতদিন পেশার জায়গায় লেখা ছিল ‘পতিতা’, ঠিকানার স্থানে লেখা ছিল ‘পতিতাপল্লি’। ফরিদপুরের যৌনকর্মীদের দেওয়া এমন পরিচয়পত্র নিজেদের কোনো কাজে লাগেনি। এছাড়া সন্তানের শিক্ষাজীবনের কোনো কাজেও লাগাতে পারেননি তারা। যেখানেই এই কার্ড দেখিয়েছেন, সেখানে নতুন করে অসম্মানিত হতে হয়েছে তাদের। এখন নতুন এ সংশোধিত কার্ড পেয়ে বেশ
খুশি তারা।
ব্লাস্ট এনজিও জেলা সমন্বয় কারী এ্যাড. শিপ্রা গোস্বামী বলেন, যৌনকর্মীরা ও মানুষ। তাদেরও নাগরিক সুবিধা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তাদের অধিকার ফিরে পেতে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আজ তার সুফল পেলাম। জাতীয় পরিচয়পত্র বিতরণকাল জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে এমন একটি কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। সকল যৌনকর্মীর জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বিতরণ করা হবে পর্যায়ক্রমে।