Top

ডু সামথিং এর উদ্যোগে ৫ শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

১২ এপ্রিল, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
ডু সামথিং এর উদ্যোগে ৫ শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে চিকিৎসকদের সংগঠন ডু সামথিং এর উদ্যোগে ইয়েস বাংলাদেশের সহযোগিতায় ৫ শ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আজ সকালে সার্কিট হাউস মাঠে ডু সামথিং আয়োজিত খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, সংগঠনের সভাপতি ডাক্তার নাজমুল ইসলাম, পরিচালক মোতাহার হোসেন, ইয়েস বাংলাদেশ প্রতিনিধি সালেহুর রহমান সজিব, তিতাস মোস্তফাসহ অন্যান্যরা।

এসময় পাঁচ শতাধিক গরিব মানুষকে চাল, ডাল,তেল, চিনি, সেমাই আটাসহ একেকজনকে প্রায় সাড়ে তিন হাজার টাকা মুল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

শেয়ার