মাগুরা জেলা জেলা পরিষদের ১৯৬ টি প্রকল্পের উন্নয়ন ও নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য ৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্প গুলোর মধ্যে বিশাল কমিউনিটি সেন্টার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্থম্ভ, প্রতিটি বাস স্টান্ডে যাত্রী ছাউনি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপুর্ণ স্থানে সুপিয় পানির ব্যবস্থা ছাড়াও রয়েছে জেলার ৪ উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু এ তথ্য জানান। তিনি আরো বলেন,, মাগুরা জেলার প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিতে জেলা পরিষদ ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে।, জেলার অবকাঠামো, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় মানুষ থেকে শুরু করে সকল স্তরে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে ।
নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ প্রতিষ্ঠানটির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনাকে তৃণমূলে ছড়িয়ে দিতে জেলা পরিষদ কাজ করছে বলে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিধারায় জেলা পরিষদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি জানান, ২০২১ -২২ অর্থ বছরে এডিপির মোট বরাদ্দের সোয়া ৬ কোটি টাকার মধ্যে সিপিপিসি তে ১৯৪টি প্রকল্পে ২কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা ও দরপত্রের মাধ্যমে ৯৩টি প্রকল্পে ৩ কোটি ৫৫লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত সকল প্রকল্প জেলা পরিষদ কর্তৃক তত্বাবধানের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।