মঙ্গলবার চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দয়ে হাটুন স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ কনফেকশনারিকে ৩ হাজার টাকা, পাটোয়ারী স্টোরকে ১০ হাজার টাকা ও কাশেম স্টারকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
ওই সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় হাইমচর উপজেলার আলগী বাজারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা না টানানোর দায়ে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও মেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করা হয়েছে। জনস্বার্থে এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাইমচর থানা পুলিশের একটি টিম।