Top
সর্বশেষ

জেএসসির ছাড়পত্র ১৫০০ টাকা

১২ এপ্রিল, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
জেএসসির ছাড়পত্র ১৫০০ টাকা
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট থেকে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১১ এপ্রিল) অভিভাবকরা মাদ্রাসায় অষ্টম শ্রেণি (জেএসসি) পাশের পর তাদের সন্তানদের অন্যত্র ভর্তি করার জন্য ছাড়পত্র আনতে গেলে মাদ্রাসার সুপার অভিভাবকদের নিকট পনের শত টাকা দাবী করেন।

ভুক্তভোগী অভিভাবক আমিরুল ইসলাম ও রবিন হোসেন জানান, সকালে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় ছাড়পত্র নিতে গেলে মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীদের নিকট পনের শত টাকা চাওয়া হয়। বিষয়টি ছেলে মেয়েরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকের নিকট জানালে তারা এই বিষয়ে মাদ্রাসার সুপারের সাথে কথা বলেন। এসময় মাদ্রাসার সুপার মো. আসলাম উদ্দিন অভিভাবকদের কাছেও একই কথা বলেন।

অভিভাবকরা আরও জানান অন্যান্য মাদ্রাসায় ছাড়পত্রের জন্য ৩০০ টাকা থেকে ক্ষেত্র বিশেষে ৫০০ নিচ্ছে কিন্তু দুর্গাপুর দাখিল মাদ্রাসার সুপার নিয়ম বহির্ভূতভাবে পনের শত টাকা দাবী করছেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আসলাম উদ্দিন বলেন, তাদের মাদ্রাসায় অবৈতনিকভাবে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। যেহেতু স্কুল ছেড়ে চলে যাচ্ছে সেহেতু তাদের সমস্ত দেনা পাওনা পরিশোধের জন্য তিন বছরের সেশন চার্জ বাবদ পনের শত টাকা দাবী করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বাণিজ্য প্রতিদিনকে জানান, যেহেতু মাদ্রাসায় শিক্ষার্থীরা অবৈতনিক পড়ালেখা করে সেহেতু তাদের ছাড়পত্র দেওয়ার সময় টাকা দাবী করার কোনো সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল জানান, নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায় করা হলে কোনো অভিভাবক যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দেয়। সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে  ক্লিক করুন

আরও খবর জানতে ক্লিক করুন

শেয়ার