Top

শেরপুরে মাদকসহ ৩ আদিবাসী গ্রেপ্তার

১২ এপ্রিল, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
শেরপুরে মাদকসহ ৩ আদিবাসী গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় নামক এলাকায় এক অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয়  ফেনসিডিলসহ ৩ আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

সোমবার(১১এপ্রিল ) রাত ৯টায় গ্রেফতারকৃত যুবকরা হচ্ছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাংমার ছেলে জেক্কান রিচিল (২৫), নালিতাবাড়ী উপজেলার খলচন্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ (২৩) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ (২৩)।

জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ওই ৩ আদিবাসী যুবক ভারত থেকে আমদানীকৃত ৫০ বোতল ফেনসিডিল  নিয়ে মরিয়মনগর পুলিশ মোড় নামক এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ ৩ আদিবাসী যুবককে গ্রেফতার করে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে আসামীদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার