মঙ্গলবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক আব্দুর রশিদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা সদরের এম সরকার
ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম পাওয়ায় ৫হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়াও রোলেক্স বেকারীর উৎপাদিত লাচ্ছা সেমাই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মেসবাহ-উল-হাসান, ও মিঠুন কবিরাজ। অপরদিকে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অপর একটি দল কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় মান যাচাই ব্যাতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে জান্নাত ফুড এন্ড বেকারীকে ২৫ হাজিার টাকা জরিমানা আদায় করে।
আদালতটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন।