নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৯১ জন। তাদের মধ্যে ১৪২২ জন ভোটার ভোট প্রদান করেছেন। শান্তিপূর্ণ ভাবে ভোটের লরাইয়ে ১১০১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. মুরাদ পাভেজ, ৯৪১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মনা মিয়া, ৮৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. সালাউদ্দিন, ৬৫৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. গোলাম হোসেন খান টিটু। এ দিকে কোন প্রার্থী না থাকায় সেলিনা বেগম নামে একজন মহিলা সদস্য বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকারম হোসেন প্রিজাইটিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করে শান্তিপূণূ ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন, নবীনগর ইচ্ছাময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, পূর্ব ইউপির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন সহ এলাকার সুধি সমাজের নেতৃবৃন্দরা নির্বাচনে উপস্থিত ছিলেন।