Top
সর্বশেষ

ছয় তালা ভেঙ্গে নিয়ে গেলো তিনটি অটোরিকশা

১৩ এপ্রিল, ২০২২ ২:২২ অপরাহ্ণ
ছয় তালা ভেঙ্গে নিয়ে গেলো তিনটি অটোরিকশা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

১৭ দিন আগে কৃস্তি ও দার দেনায় ক্রয় করেছে তিনটি অটোরিকশা। ১৮ দিনের মাথায় দূঃসংবাদ। দোকানের ছয়টি তালা ভেঙ্গে নিয়ে গেলো তিনটি অটোরিকশা।

ঘটনাটি হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া সেকান্দার আলী বেপারী বাড়ির সামনে ঘটে।
ঘড়ির মালিক মিঠু হোসেন জানান, মঙ্গলনার রাত সাড়ে ১১টার দিকে সে গাড়ি গ্যারেজে রেখে যায়। রাত ১২টা ভোর রাতের মধ্যেই চোরচক্র তার ঘাড়ি গুলো নিয়ে যায়। তিনি বলেন পূর্বের শত্রুতার জের ধরেই তার ঘাড়ি গুলো নিয়ে যাওয়া হয়েছে বলে দাবী করেন মিঠু।

৪ লাক্ষ টাকা ঋন করে গাড়িগুলো ক্রয় করে মিঠু হোসেন। পরিবারের আর্থিক যোগান দেওয়ার শেষ সম্বল কেড়ে নিয়ে নিস্তব্ধ হয়ে গেলো মিঠু হোসেন।

এই বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

 

শেয়ার