Top
সর্বশেষ

ডায়রিয়ার তাণ্ডবে একজনের মৃত্যু, আক্রান্ত ৩০

১৩ এপ্রিল, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
ডায়রিয়ার তাণ্ডবে একজনের মৃত্যু, আক্রান্ত ৩০
রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে ডায়রিয়া প্রকোপ আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে প্রায় ৩০ জন রোগী। এখনো ভর্তি রয়েছেন বেশ কয়েকজন রোগী।

এদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মীম আক্তার (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানায় তাঁর পরিবার। গত সোমবার দুপুরে তিনি মারা যান।

তবে কী কারণে তরুণী মারা গেছেন, সেটা জানতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম।

মীম আক্তার উপজেলাধীন কেরোয়া গ্রামের মালের বাড়ির খোকা মিয়ার মেয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদ হাসান সিদ্দিকীসহ মেডিকেল টিম গিয়ে তরুণীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে আক্রান্ত রোগীদের খোঁজ নেন এবং পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ কবির আহমেদ বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে কেরোয়া ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে হাসপাতালে প্রায় ৩০জন রোগী চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকজন রোগী এখনো ভর্তি রয়েছেন। সাধারণ ডায়রিয়ার চাইতে এটির মাত্রা অনেক। রোগীকে পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই ঝুঁকিতে ফেলে দেয়। তাই রোগীদের বাড়িতে না থেকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে আমাদের চেষ্টা রয়েছে। ইউনিয়নটিতে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি এগুলো দিচ্ছেন। ডায়রিয়া-সংক্রান্ত বিভিন্ন প্রচার ও পরামর্শমূলক বিষয়গুলো তাঁরা গ্রামে গ্রামে প্রচার শুরু করেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, লোকজন ডায়রিয়া নয়, কলেরায় আক্রান্ত হচ্ছে। পুরোনো কলেরা রোগের মতোই এর ধরন। এ কারণেই দ্রুত জীবাণু ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তি অল্পতেই গুরুতর অসুস্থ হচ্ছে। পাঁচ-ছয় ঘণ্টার মধ্যেই আক্রান্ত ব্যক্তি মৃত্যুঝুঁকির মুখে পড়ছে। কয়েকজন চিকিৎসক এটিকে কলেরা হিসেবে অভিহিত করলেও নাম প্রকাশ করতে অনীহা দেখিয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘প্রতিবন্ধী কিশোরী মারা যাওয়ার আগে পেট খারাপ অসুখে ভুগছিল। পাতলা পায়খানার কারণে সে মারা গেছে বলে তার বাবা-মা আমাদের জানান। তবে নিশ্চিত কী কারণে সে মারা গেছে, সেটা জানতে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ডায়রিয়া নিয়ন্ত্রণে আমাদের মেডিকেল টিম ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।’

জানা যায়, রায়পুর থেকে দৈনিক ৫০-৬০ জন রোগী পানিশূন্যতা ও ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে চাঁদপুরের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন।

 

শেয়ার