Top
সর্বশেষ

মালয়েশিয়ায় পিলার পড়ে মৃত শ্রমিকের বাঢ়ি হাজীগঞ্জে

১৩ এপ্রিল, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
মালয়েশিয়ায় পিলার পড়ে মৃত শ্রমিকের বাঢ়ি হাজীগঞ্জে
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

মালয়েশিয়ায় পিলারের পরমা গায়ে পড়ে হাজীগঞ্জের মমিনুল হক মজুমদার টিটু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের সময় মঙ্গলবার ভোর ৭ টায় তিনি মালয়েশিয়ার ডোরাঙ্গানো নামক স্থানে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় শফিকুর রহমান। নিহত শ্রমিকের বাড়ি হাজীগঞ্জ উপজেলার এনায়েরপুর গ্রামে। সে ওই গ্রামের মজুমদার বাড়ির মৃত দলিলুর রহমান মাস্টারের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে ছোট।

ওই শ্রমিক ২০১৪ সালে মালয়েশিয়ায় যান। তিনি এক ছেলে এক মেয়ের জনক।
জানাযায়, মমিনুল হক টিটু গত রবিবার সকালে মালয়েশিয়ার ডেরঙ্গানু এলাকায় বিল্ডিং কসেকটেকশনের কাজ করতে যায়। সেখানে কাজ করতে গিয়ে একটি লোহার পিলারের ফরমা গায়ে পড়ে মারাত্মক আহত হয়। পরে তাকে তার বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
টিটুর মৃত্যুর থবর হাজীগঞ্জের এনায়েতপুর মজুমদার বাড়িতে আসলে শোকের ছায়া নেমে আসে। তাঁর কলেজ পড়ুয়া মেয়ে রাফা ইসলাম ও মাদ্রাসা পড়ুযা ছেলে সাইফুল ইসলাম কান্নায় ভেঙ্গে পড়ে। স্ত্রী হাসিনা স্বামী শোকে বার বার মুর্ছা যাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে তারা নিহত শ্রমিকের মৃতদেহটি ফিরে পতে চায়।

 

শেয়ার