মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল সভার মাধ্যমে জেলা শিল্প কলা একাডেমির নব নির্মিত ভবন উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় শিল্প কলা একাডেমির আয়োজিত গণভবনে ভার্চ্যুয়াল সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল সাড়ে এগারোটায় দেশের আটটি জেলায় এই নব নির্মিত ভবন গুলো উদ্বোধন করা হয়। জেলা গুলো হলো কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর।
মানিকগঞ্জের পৌর এলাকার পশ্চিম বান্দুটিয়ায় জেলা শিল্প কলা একাডেমিটি ভবনে প্রায় ৫৮.২১ শতাংশ জায়গার উপর প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ৫৬৭টি আসন রয়েছে। এর আগে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের শুরু করা হয় ২০১৫ সালে।
এদিকে মানিকগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ছাড়াও অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, জেলা শিল্প কলা একাডেমির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ।