Top
সর্বশেষ

জীবননগরে দেয়াল চাঁপা পড়ে শিশু রিফাতের করুণ মৃত্যু

১৩ এপ্রিল, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
জীবননগরে দেয়াল চাঁপা পড়ে শিশু রিফাতের করুণ মৃত্যু
জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) :

চুয়াডাঙ্গা জীবননগর উথলী গ্রামে ক্রিকেট খেলতে গিয়ে দেয়াল চাঁপা পড়ে রিফাত হোসেন (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার উথলী বাজার এলাকার ফুটবল মাঠ পাড়ায় এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

নিহত শিশু রিফাত হোসেন বাজার পাড়ার সান্টু মিয়ার ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্র থেকে জানা গেছে, রিফাত বাড়ির পাশে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলা করতেছিলো। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি পার্শ্ববর্তী শান্তি মিয়ার বাড়িতে চলে যায়। বাড়ির গেইট বন্ধ থাকায় শিশু রিফাত বাড়ির প্রাচীর টপকে বাড়িতে ঢুকতে গেলে জরাজীর্ণ প্রাচীরটি ভেঙ্গে রিফাতের উপর চাঁপা পড়ে গুরুতর আহত হলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তী করতে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু বরণ করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উথলী বাজার পাড়ায় দেয়াল চাঁপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

শেয়ার