Top

বিয়ে ভেঙে দেয়ার অভিযোগে দুই মহিলাকে পেটালো মা-ছেলে

১৩ এপ্রিল, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
বিয়ে ভেঙে দেয়ার অভিযোগে দুই মহিলাকে পেটালো মা-ছেলে
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ে ভাঙার সন্দেহে দুই মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মা ও ছেলের বিরুদ্ধে।

এমন অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সুভাষ সরকারের স্ত্রী রঞ্জু সরকার (৩৫) ও তার ছেলে সুকান্ত সরকারের (১৭) বিরুদ্ধে। আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের জ্যোতির্ময় ব্যাপারীর মা মাধুরী বেপারী (৭০) ও তার স্ত্রী সুনীতি বেপারী (৪৫)। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন। মারধরের শিকার সুনীতি বেপারী বলেন, মার্চ মাসের প্রথমদিকে পশ্চিমপাড়া গ্রামের সুভাষ সরকারের ছেলে সুকান্ত সরকারের (১৭) বিয়ে ঠিক হয় কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের একটি মেয়ের সাথে।

কিন্তু সুকান্ত নিয়মিত মাদক (গাঁজা) সেবন করে গ্রাম থেকে জানতে পেরে মেয়েপক্ষ বিয়ে ভেঙে দেয়। আমার ছেলে সুমন বেপারী গোপালপুর কিশোর কিশোরী ক্লাবের পিআর লিডার হওয়ায় সুকান্তর মা রঞ্জু সরকার আমাদের দোষারোপ করে আসছেন। এছাড়া আমাদের পরিবারের সদস্যদের দেখলেই অকথ্য ভাষায় বকাঝকা করেন সুকান্তের মা।

আজ বুধবার সকালে বাড়ির পাশে গোবর আনতে গেলে সুকান্তর মা রঞ্জু ছেলের বিয়ে ভাঙার অভিযোগে বকাঝকা করেন। কিছুক্ষণ কথাকাটাকাটির পরে আমি গোবর না নিয়ে ফিরে যাওয়ার সময় আমাকে মারধর শুরু করে রঞ্জু। তখন আমি তাকে ঠেলে ফেলে বাড়িতে পালিয়ে যাই। পরে সুকান্ত ও তার মা রঞ্জু আমাদের বাড়িতে এসে আমাকে কাঠ দিয়ে পেটানো শুরু করে। আমার বৃদ্ধ শ্বাশুড়ি ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে জানতে সুকান্তর ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, ভুক্তভোগীরা থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার