Top
সর্বশেষ

কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন

১৩ এপ্রিল, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি :

শিল্প ও সংস্কৃতির নগরী কুষ্টিয়ায় প্রায় ৪৪ কোটি ব্যায়ে কুষ্টিয়া নির্মাণ করা হয়েছে আধুনিক মানের দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফরেন্সের মাধ্যমে দেশের দ্বিতীয় বৃহত্তম কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ভবন ও খুলনা, জামালপুর, নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুরসহ দেশের আট জেলার শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।

শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনের সময় কুষ্টিয়া প্রান্তে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসকের কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার সুজন রহমানসহ মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আধুনিক মানের দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের ও উদ্বোধনের মাধ্যমে এ জেলায় সাংস্কৃতিক চর্চায় নতুন মাত্রা যোগ হলো। এর সাথে জেলার সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণ হলো। এক একর জায়গার ওপর প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এটি নির্মাণ করেছে। চারতলা বিশিষ্ট একাডেমি ভবনে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স। রয়েছে তিনটি আধুনিক অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে আধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৫০ আসন বিশিষ্ট একটি কনফারেন্স রুম এবং মূল ভবনের সামনে নির্মাণ করা হয়েছে মুক্ত মঞ্চ। শিল্পকলা একাডেমি সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার পরে কুষ্টিয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

শেয়ার