Top
সর্বশেষ

মাগুরায় সরকারি খালের মাটি ইট ভাটায় বিক্রি

১৩ এপ্রিল, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
মাগুরায় সরকারি খালের মাটি ইট ভাটায় বিক্রি
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার ৪ উপজেলায় সরকারী খাল পুনখননের মাটি অবৈধভাবে বিভিন্ন ইটভাটায় বিক্রি হচ্ছে। যার ফলে সরকারী মাটি কালো পথে বিক্রি হয়ে একটি অসাধু চক্রলাভবান হলেও স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, বিনোদপুর ইউনিয়ন ও বাবুখালি ইউনিয়নের মধ্য দিয়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে খাল পুনর্খনন কাজ শেষ না হতেই দুই পাড়ের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা যেটিকে কাচিকাটা খাল কোথায়ও একে সর্পরাজ খাল বলেও জানে।

খাল পাড়ের কয়েকজন বাসিন্দা বলেন, খাল খননের মাধ্যমে অনেক উপকার পেয়েছি। তবে খালপাড়ের মাটি কেটে বিক্রি করে দেওয়ায় আমাদের এসব সুবিধা বেশিদিন থাকবে বলে মনে হয় না। রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে, যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় জি এম রাইসুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী শান্ত বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তারা জানান পানি উন্নয়ন বোর্ড থেকে মাটি বিক্রয়ের কোনো অনুমতি দেওয়া হয়নি।

এই বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমরা এই বিষয়ে কিছুই জানি না তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের জবাব পেয়ে মনে প্রশ্ন জাগে তাহলে খালের মাটি বিক্রয় করছে কে? আর যে ক্রয় করছে সেই-ই বা কিভাবে? কার কাছ থেকে কিনছে সেটিই জানার বিষয়।

স্থানীয় জনগণের দাবী অবিলম্বে বিষয় টি তদন্ত করে আসল রহস্য বের করাহোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনাহোক।

 

শেয়ার