Top
সর্বশেষ

নোয়াখালীর সেনবাগে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-২

১৩ এপ্রিল, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
নোয়াখালীর সেনবাগে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার-২
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মোশারফ হোসেন (২৮) ও ইয়াকুব আলী (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বুধবার দুপুরে কাবিলপুর দিলদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার আজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোশারফ হোসেন ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইয়াকুব আলী।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দিলদার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই এলাকায় একটি শালিসি বৈঠকে আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের হয়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল তারা।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার