Top
সর্বশেষ

সরগরম ময়মনসিংহের ঈদ বাজার

১৩ এপ্রিল, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
সরগরম ময়মনসিংহের ঈদ বাজার
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। ইতোমধ্যে ব্যবসায়ীরা নগরীর প্রধান প্রধান বিপণী বিতান, শপিংমল ও শো-রুমগুলো পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ডের পোশাক দিয়ে। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ঘুরে ফিরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে।

ক্রেতারা বলছেন, ঈদের ভীড় ও ঝামেলা এড়াতে আগে ভাগে সাড়ছেনকেনাকাটা। তবে এবারে সব ধরনের কাপড়ের দামই বেড়েছে। আর বিক্রেতারা বলছেন, করোনা কারণে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতেই বড় বিনিযোগ করেছেন তারা। আশা করছেন বিগত দুই বছরের করোনার ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

করোনার কারণে গেল দুই বছরের লোকসান কাটিয়ে উঠতে বিভাগীয় নগরী ময়মনসিংহে দেশের নামী-দামি ফ্যাশন হাউজগুলো বিপুল পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর স্টেশনরোড, গাঙিনারপাড়, নতুনবাজার, রামবাবু রোড, চরপাড়াসহ ছোট-বড় সব ধরনের শপিংমল, কাপড়ের দোকান, খ্যাতনামা ফ্যাশন হাউজ, ব্রান্ডশপগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদ কেনাকাটা। ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ঘুরে ফিরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। কিনছেন পছন্দের মানুষের জন্য ঈদ উপহার। তারা বলছেন গত দুই বছর মন খুলে মার্কেট করতে না পারলেও এবার স্বশরীরে ঈদ মার্কেট করতে পেরে দারুন খুশি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, এবার ঈদের কেনাকাটায় তরুণীদের নজর কেরেছে সারারা, গারারা, পুস্পা, তাওয়াক্কাল, ল্যাহেঙ্গা, কুর্ত্তি ও ডিভাইডার নামের বাহারী
পোষাক। ময়মনসিংহের অভিজাত বিপনি বিতান ও শপিংমলগুলোতে প্রতিদিন বাড়ছে ক্রেতা সমাগম। নজরকাড়া রকমারি ডিজাইনের শাড়ী, পাঞ্জাবি, থ্রি-পিসের পাশাপাশি নতুন নতুন ব্র্যান্ডের জমকালো পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন দোকানীরা। ঈদের কেনাকাটায় পোষাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে আরেক মার্কেট।

নগরীর কাজী টাওয়ারে কথা হয় নাসরিন সুলতানা নামে গৃহিনীর সাথে তিনি জানান, গত দুই বছর পর স্বশরীরে মার্কেটে এসে কেনাকাটা করছি। ক্রেতা সাধারনের ভীড় এড়াতে একটু আগে ভাগে মার্কেটে এসেছি। নিজের জন্য আত্নীয় স্বজন সবার জন্য কেনাকাটা করেছি। গ্রামের বড়িতে যাব সবাই একসাথে ঈদ করব।

আরেক ক্রেতা নাবিলা জানান, বাজারে ক্রেতার চাহিদা মতো সব ধরণের পণ্যই আছে। এবারে সব ধরনের কাপড়ের দামই বেড়েছে। ত্রিপিস ও থান কাপড়ের দামটা সহনীয় আছে তবে শাড়ি কাপড়ের দামটা একটু বেশি বেড়েছে। নগরীর বারীপ্লাজার বিক্রেতা বাঁধন চন্দ্র বলেন, যেহেতু গরমের মৌসুম তাই ক্রেতারা আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন বেশি। আর মেয়েদের সারারা, গারারা, ল্যাহেঙ্গা, কুর্ত্তি ও ডিভাইডার জামা বিক্রি হচ্ছে বেশি। বেঁচাবিক্রিও ভালো। সামনে আশারাখছি আরো ভালো হবে।

সূচনা সেন্টার পয়েন্টের পোষাক ব্যবসায়ী পল্টু তালুকদার বলেন, মার্কেটের অধিকাংশ ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে দুই থেকে তিনগুন বিনিয়োগ করেছে। সব ধরণের ক্রেতার চাহিদা পুরণে নজরকাড়া বাহারি পণ্যের সমাহার গড়ে তুলেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হলে বিগত দুই বছরের ধকল কাটিয়ে উঠতে সক্ষম হব বলেও জানান তারা।

বাসাবাড়ী হর্কাস মার্কেটের থান কাপড় ও থ্রি-পিস ব্যবসায়ী রনি আহমেদ বলেন, আমাদের মার্কেটে আনস্টিস থ্রি-পিস, টু পিস, ওড়না ও থান কাপড়ের ব্যবসা হওয়ায় ইতোমধ্যে আমাদের ব্যবসা ইতোমধ্যে জমে উঠেছে। কারন আমাদের মার্কেটের পণ্যগুলো নিয়ে টেইলারিং করতে হয়। তাই রোজার প্রথম থেকেই আমাদের ব্যবসা জমজমাট।

ময়মনসিংহে দেশের নামী-দামি প্রায় সকল ব্রান্ডশপ ও ফ্যাশন হাউজগুলোর শো-রুম থাকায় রাজধানীমুখি ক্রেতা কিছুটা হলেও কমবে এবং ময়মনসিংহে বেচাকেনা আরো জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়িদের।

শেয়ার