Top
সর্বশেষ

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৩ এপ্রিল, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো সাইমুম (৭) ও তামিম (৫)। তারা উপজেলার দ্বাদশ ইউনিয়নের মুকান্দাসার গ্রামের সাইফুল ইসলাম পাটোয়ারীর শিশু সন্তান।

স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের মুকান্দাসা গ্রামের সাইমুম ও তামিম খেলাছ্যলে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সাইফুল ইসলাম পাটোয়ারী ও মা লামিয়াসহ পরিবারের সকল সদস্যরা দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ।

তাদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

শেয়ার