Top
সর্বশেষ

ফরিদগঞ্জে ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি

১৩ এপ্রিল, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জে ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি
শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসির স্ত্রী ২ সন্তানের জনানী পারিবারিক কলহের জেরে ধরে ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।

এই ঘটনা সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস.আই রুবেল ফরাজী ওই গৃহবধু ও শশুরকে আটক করে থানায় নিয়ে আসে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার সময় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য ধানুয়া শুকানি বাড়ির শহীদুল্লার ছেলে সৌদি প্রবাসি ইউনুসের স্ত্রী ২ সন্তানের জননী কুলসুমা বেগম পারিবারিক কলহের জের ধরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রবাসি ইউনুসের স্ত্রী কুলসুমা বেগমের ছেলে রিফাত (১২) এর গৃহ শিক্ষক জুয়েলের সঙ্গে পরকিয়ার লিপ্ত হওয়ায় ওই গৃহবধুর শশুর- শ্বাশুড়ি তাকে বিভিন্ন সময় সংশোধন হওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে কুলসুমা বেগম শশুর – শ্বাশুড়ির কথায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে তাদের সাথে ঝড়গায় লিপ্ত হয়। পরে এক পর্যায়ে তার অপরাধ ঢাকতে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে আত্মহত্যার হুমকি দেয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৯৯৯ এ ফোন দিয়ে গৃহবধুর আত্মহত্যার ঘটনা শুনে ঘটনাস্থল থেকে ওই গৃহবধুকে ও তার শশুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদেও জিজ্ঞাসা কওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার