Top
সর্বশেষ

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ইফতার

১৩ এপ্রিল, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ইফতার
জান্নাতি বেগম,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় :

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার দিকে। ঠিক তখনি জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে লক্ষ্য করা যায়, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষক এবং কর্মকর্তার অংশগ্রহণে ইফতার।

বিকাল থেকেই শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে খাবার প্রস্তুত করছে।কেউ ফলমূল ধুয়ে নিচ্ছে, কেউ কাটাকাটিতে ব্যস্ত।কেউ লেবু চিপিয়ে শরবত তৈরি করছে,আবার কেউ পত্রিকা বিছিয়ে সবার বসার জায়গা করে দিচ্ছে।কেউ কেউ খাবার দিয়ে প্লেট সাজাচ্ছে এবং পাশাপাশি চলছে সবার আড্ডা-খোশগল্প।

শুধু ফিন্যান্স বিভাগই নয়, রমজান মাসব্যাপী চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,বিভিন্ন সংগঠনের ইফতারের আয়োজন। রমজান মাস ব্যাপি প্রতিদিন সন্ধ্যায় এমন দৃশ্য চোখে পড়ে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে।মাঠে আলাদা হয়ে গ্রপ হয়ে বসে ইফতার করতে দেখা যায় শিক্ষার্থীদের। একই সাথে দেখা যায়,বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট,কলাবাগান, চিকনার মোড়, নজরুল ভাস্কর্য, প্রথম গেইট সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এড়িয়ার ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়। শিক্ষার্থীদের উদ্যোগেও বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি,আলুর চপ,পিয়াজু,ডিমের চপ,বেগুনি, জিলাপি,খেজুর,এবং বিভিন্ন রকমের ফল।

পরিবার পরিজন ছেড়ে এসে ক্যাম্পাসে ইফতার সেহেরি করা। শিক্ষার্থীদের কষ্ট হলে ও বন্ধু-বান্ধব, বিভিন্ন সংগঠন ও বিভাগের ইফতার করাতে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।

ক্যাম্পাসে ইফতারের অনুভতি জানতে চাইলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন আকাশ বলেন-প্রতি বছর পরিবারের সাথে ইফতার করলেও, এবার ক্যাম্পাস পরিবারের সাথে ইফতার করার অনুভূতি টা অসাধারণ। ডিপার্টমেন্ট যে আমাদের পরিবারের মতো, সবাই মিলে ইফতার করতে বসলে বোঝা যায়।ইনশাআল্লাহ আমরা এরকম আরো আয়োজনের মাধ্যমে নিজেদের বিশ্ববিদ্যালয় পরিবারের ভ্রাতৃত্ব বজায় রাখবো।

একই ব্যাচের শিক্ষার্থী মাহবুব অনিক বলেন-আমার বিভাগ আমার আরেকটা পরিবার।আমার বিভাগে ইফতার মানেই অন্য রকম অনুভূতি। বিভাগের সবার সাথে ইফতার মানেই পরিবারের সবার এক সাথে বসার আনন্দ এবং রোজার পরিপূর্ণতা। এ আনন্দ এ বছরের ন্যায় প্রতি বছরেই ফিরে আসুক

২০২০-২১শিক্ষাবর্ষে শিক্ষার্থী মাহমুদুল হাসান মারুফ বলেন-প্রতিটি রমজান মাসের একটা বড় আয়োজন হচ্ছে ইফতার।বিশ্ববিদ্যালয়ের ভর্তির পূর্বে ও রমজান মাস এ ইফতার করেছি পরিবার এর সাথে।কিন্তু ক্যাম্পাসে ইফতার এর সবচাইতে আনন্দের বিষয়টি হচ্ছে এখানে আমাদের সকল ধর্মের বন্ধুরা একসাথে আনন্দঘন পরিবেশে ইফতার এর আয়োজনে অংশগ্রহণ করা।আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড যেন প্রতিটি ইফতার এর সময় এক একটি ইদের আমেজ সৃষ্টি করে।

লেখক,শিক্ষার্থী
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শেয়ার