Top
সর্বশেষ

সিরাজগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১৩ এপ্রিল, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে মঙ্গলবার বিকেলে একাডেমিক ভবন-১ এর রবীন্দ্র লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রবির উপাচার্য অধ্যাপক ড. শাহ্ধসঢ়; আজমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক মেরিনা
জাহান কবিতা। তিনি বলেন, ম‚ল্যস্ফীতি একদিনে হঠাৎ করে হয়নি। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমদানিকৃত সামগ্রীর দাম বাড়িয়েছে। আশা করা হচ্ছে আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দ্রব্যের দাম কমে আসবে। মহামারি করোনার কবল থেকে যখন সাধারণ মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এসময় দ্রব্যের মূল্য বৃদ্ধি তাদের জন্য বোঝায় পরিণত হয়েছে। এজন্য সরকারের নীতি-নির্ধারকদের হাতে যেসব উপকরণ আছে। তা সঠিকভাবে প্রয়োগের এটিই উপযুক্ত সময়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তেল ও গ্যাসসহ যাবতীয় পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স

যথাযথ পরিমাণে উঠিয়ে নিতে হবে বলে তিনি মনে করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির বিভাগীয় চেয়ারম্যান বরুণ
চন্দ্র রায়, শিক্ষক শারমিন সুলতানা, আরিফুল ইসলাম, বিজন কুমার প্রমূখ।

শেয়ার