Top
সর্বশেষ

মানিকগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

১৪ এপ্রিল, ২০২২ ১:০২ অপরাহ্ণ
মানিকগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টায় বিজয় মেলার মাঠ থেকে জেলা শিল্প কলা একাডেমি পর্যন্ত সহস্রাধিক নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশাল মঙ্গলযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গলযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

শোভাযাত্রা শেষে জেলা শিল্প কলা একাডেমির মিলনায়তনে বাঙ্গালী সাংস্কৃতি ও ঐতিহ্যেকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক ফারজানা হোসেন খান পুনম-সহ সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

শেয়ার