Top
সর্বশেষ

নওগাঁয় বাংলা নববর্ষ উপলক্ষে বর্নিল শোভাযাত্রা

১৪ এপ্রিল, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ
নওগাঁয় বাংলা নববর্ষ উপলক্ষে বর্নিল শোভাযাত্রা
মামুনুর রশীদ বাবু, নওগাঁ :

নওগাঁয় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে একটি বর্নাঢ়্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রা জেলা স্কুল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুরাতন কালেক্টরেট চত্বর বিয়াম ল্যাবরেটরী স্কুলে এসে শেষ হয়।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত শোভা যাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্ত্ধাসঢ় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। শোভাযাত্রায় গরুগাড়ি, পালকী এবং ঘোড়াসহ আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত ফেষ্টুন বহন করা হয়।

শেয়ার