Top
সর্বশেষ

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত

১৪ এপ্রিল, ২০২২ ২:০১ অপরাহ্ণ
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার