Top
সর্বশেষ

সাপাহারে বর্ণ্যাঢ্য আয়েজনে শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪ এপ্রিল, ২০২২ ২:০৮ অপরাহ্ণ
সাপাহারে বর্ণ্যাঢ্য আয়েজনে শোভাযাত্রা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্ত্বরে এসে মিলন মেলায় পরিনত হয়। শোভাযাত্রায় উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মজিলা কলেজ, সাপাহার ডিগ্রী কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয়,ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়,মডেল সরকারি প্রাথদিক,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাপাহার ক্যাডেট একাডেমি’র ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

এর পাশাপাশি শোভাযাত্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মহিষের গাড়ী ও ঘোড়ার আগোমনে মুখরিত ছিলো মঙ্গল শোভাযাত্রা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার