Top
সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত!

১৪ এপ্রিল, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত!
আর আই রাজিব, ঝিনাইদহ :

বর্ণাঢ্য আয়োজনে জেলায় বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে প্রেরণা-৭১ চত্বর ঘুরে আবার ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে পান্তা ভাত আর ইলিশ পরিবেশন করা হয়। এছাড়াও সংস্কৃতির অংশ হিসেবে ঐতিহ্যবাহী লাঠি খেলা করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে আছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, লোক নৃত্য প্রতিযোগিতা, লোক সংগীত, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ পুরাতন ডিসি অফিস চত্বরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার