Top
সর্বশেষ

বেনাপোলে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আটক

১৪ এপ্রিল, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
বেনাপোলে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী আটক
মহসিন মিলন, বেনাপোল :

বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযানে ৭জন ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে।

আটককৃতরা হলোঃ বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ (২৯) দক্ষিণ বারপোতা গ্রামের মহর আলীর ছেলে মুকুল শেখ (৩৫) গাজিপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মেহেদী হাসান অবনী (৪৩) কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইদ্রিস আলী (৪৩) কাগজপুকুর গ্রামের ইসমাইল গাজির ছেলে মফিজুল ইসলাম (৩২) কাগমারি গ্রামের সিহাবুদ্দিন এর ছেলে বিল্লাল হোসেন (৪৪) ও ৫০০ গ্রাম গাজা সহ ভবেরবেড় গ্রামের মোঃ রনি (৩২)।

বেনাপোল পোর্ট থানার ওসি মোঃ কামাল হোসেন ভুইয়া জানান, বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ওয়ারেন্ট ভুক্ত ৭ জন আসামি ও ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের যশোর জেল হাজতে পাঠানো হয়েছে আজই।

শেয়ার