বাঙ্গালীর আপন সংস্কৃতির আবহে বাংলা বর্ষবরণে সারা দেশের ন্যায় আনন্দে মেতে উঠেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাবাসী। আবহমান বাংলা ও বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বর্ণিল আয়োজন আর প্রাণের উচ্ছ্বাসে যেন নিজেকেই হারিয়ে ফেলেন উৎসব-আনন্দে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা, গনমাধ্যম কর্মী, সরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীরাসহ সর্বস্তরের মানুষ।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়। এসময় শতফুল খেলাঘর আসরের প্রাণবন্ত পরিচালনায় উপস্থিতিরা বাঙালী জাতির ঐতিহ্য দেশীয় বিভিন্ন নাট্য ও গান উপভোগ করেন।
উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরির সভাপতিত্বে বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্যাহ তপদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।
ক্যাপশন: ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা।